Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সমাজকল্যাণ মন্ত্রণালয়

সমাজসেবা অধিদপ্তর

উপজেলা সমাজসেবা কার্যালয়, আড়াইহাজার, নারায়ণগঞ্জ ।

(সিটিজেন চার্টার)

                                                                                                                                                                                                                                                                                                          ‘‘পরিশিষ্ট-গ’’

কার্যক্রম

সেবা

সেবা গ্রহণকারী

আর্থ -সামাজিকউন্নয়ন সেবা (সুদমুক্ত ঋণ)ঃ

 

 

 

 

পলস্নীসমাজ সেবা কার্যক্রম

পলস্নী অঞ্চলের দরিদ্র জনগনকে সংগঠিত করে উন্নয়নের মূল স্রোত ধারায় আনয়ন,  সচেতনতা বৃদ্ধি, উদ্বুদ্ধকরন এবং দক্ষতা উন্নয়নের লক্ষে প্রশিক্ষন প্রদান। ৫ হাজার থেকে ৩০হাজার টাকা পর্যমত্ম ক্ষুদ্র ঋণ প্রদান, লক্ষভুক্ত ব্যাক্তিদের নিজস্ব পুঁজি গঠনের জন্য সঞ্চয় বৃদ্ধি ।

আর্থ সামাজিক জরিপের মাধ্যমে সমাজসেবা অধিদপ্তরে তালিকা ভুক্ত সমাজসেবার কার্যক্রমের কর্মদল সদস্য/সদস্যা সুদমুক্ত ঋণ ও অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ‘‘ক’’ ও ‘‘খ’’ শ্রেণীভুক্ত দরিদ্রতম ব্যাক্তি যার মাথা পিছু বার্ষিক পারিবারিক আয় সর্বোচ্চ ২৫হাজার টাকা পর্যমত্ম সুদমুক্ত ঋণ ব্যতীত অন্যান্য সেবা প্রাপ্তীর জন্য ‘‘গ’’ শ্রেণী ভুক্ত যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় ২৫ হাজার টাকার উর্দ্ধে।

 

 

পলস্নী মাতৃকেন্দ্র কার্যক্রম

পলস্নী অঞ্চলের দরিদ্র নারীদের সংগঠিত করে উন্নয়নের মূল স্রোতধারায়, আনয়ন সচেতনতা বৃদ্ধি, উদ্বুদ্ধকরন এবং দক্ষতা উন্নয়নের লক্ষে প্রশিক্ষন প্রদান। ৩ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যমত্ম ক্ষুদ্র ঋণ প্রদান, লক্ষভুক্ত ব্যাক্তিদের নিজস্ব পুঁজি গঠনের জন্য সঞ্চয় বৃদ্ধি ।

পল্লী মাতৃকেন্দ্রর সদস্য সুদ মুক্ত ঋণ ও অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ‘‘ক’’ ও ‘‘খ’’ শ্রেণী ভুক্ত দরিদ্রতম ব্যাক্তি যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় , ২৫হাজার টাকা পর্যমত্ম , সুদমুক্ত ঋণ ব্যাতীত অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ‘‘গ’’  শ্রেণী ভুক্ত ব্যাক্তি যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় ২৫ হাজার টাকার উর্দ্ধে।

এসিডদগ্ধ ও প্রতিবন্ধীদের পূর্ণবাসন কার্যক্রম

৫ হাজার থেকে ১৫ হাজার টাকা ক্ষুদ্র ঋণ।

এসিড দগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তি যাদের বাৎসরিক আয় ২০,০০০ (বিশ হাজার) টাকার নিচে ।

সামাজিক নিরাপত্তা সেবাঃ

 

 

 

বয়স্কভাতা কার্যক্রম

সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে বয়স্কভাতা প্রদান । এ জন্য ২০১২-১৩ অর্থ বছরে নির্বাচিত বয়স্ক ব্যাক্তিদের জন প্রতি মাসিক      ৩০০ টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে ।

 দেশের সকল সিটি কর্পোরেশন , পৌরসভা ও উপজেলার ৬৫ বছর বা তদূর্ধ বয়সী হতদরিদ্র মহিলা বা পুরম্নষ , যার বার্ষিক গড় আয় অনুর্ধ্ব ৩০০০ (তিন হাজার) টাকা ।

 

অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রম

সকল ধরনের প্রতিবন্ধী ব্যাক্তি যিনি বয়স্ক ভাতা কিংবা সরকার কর্তৃক সমাজের নিরাপত্তার জন্য নির্ধারিত হারে অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা প্রদান । এজন্যে  ২০১২-১৩  অর্থ বছরের নির্বাচিত প্রতিবন্ধী ব্যাক্তিদের জন প্রতি মাসিক     ৩০০ টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে ।

৬ বছরের উর্ধ্বে সকল ধরনের প্রতিবন্ধী ব্যাক্তি যিনি বযস্কভাতা কিংবা সরকার কর্তৃক অন্য কোন ভাতা পান না । যিনি চাকুরিজীবি কিংবা পেনশনভোগী নন, প্রতিবন্ধী ব্যাক্তি যাদের বার্ষিক মাথাপিছু পারিবারিক আয় ২৪,০০০(চবিবশ হাজার) টাকার কম ।

 

প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি

প্রাথমিক সত্মর (১ম-৫ম)ঃ জনপ্রতি মাসিক ৩০০টাকা

মাধ্যমিক সত্মর(৬ষ্ঠ-১০ম শ্রেণী)ঃ জনপ্রতি মাসিক ৪৫০টাকা

উচ্চ মাধ্যামিক সত্মর (একাদশ ও দ্বাদশ শ্রেণী)ঃ জনপ্রতি মাসিক ৬০০টাকা

উচ্চতর সত্মর (স্নাতক ও স্নাতকোত্তর)ঃ জনপ্রতি মাসিক ১০০০টাকা

সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ণরত ৫বছর বয়সের উর্ধ্বে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী, যাদের বার্ষিক মাথাপিছূ পারিবারিক আয় ৩৬০০০ (ছত্রিশ হাজার) টাকার নিচে ।

 

মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা

সরকার কর্তৃক নির্ধারিত হারে ভাতা প্রদান । ২০১২-১৩ অর্থ বছরে প্রত্যেক অস্বচ্ছল মুক্তিযোদ্ধাকে মাসিক জনপ্রতি ২০০০ টাকা হারে ভাতা প্রদান।

মুক্তিযোদ্ধা বলতে জাতীয় ভাবে প্রকাশিত ৪টি তালিকার কমপক্ষে ২টি তালিকায় অমত্মর্ভুক্ত, সশস্ত্র বাহিনী বিভাগ এবং বাংলাদেশ রাইফেলস হতে প্রাপ্ত মুক্তিযোদ্ধা তালিকায় যাদের নাম অমর্ত্মভুক্ত আছে বা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্তৃক প্রকাশিত গেজেট বা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্তৃক মুক্তিযোদ্ধ সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা

 বিধবা ও স্বামী পরিত্যক্তা দু:স্থ মহিলা ভাতা কার্যক্রম

সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে  বিধবাভাতা প্রদান । এ জন্য ২০১২-১৩ অর্থ বছরে নির্বাচিত বিধবা ব্যাক্তিদের জন প্রতি মাসিক      ৩০০ টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে ।

যিনি দুঃস্থ, অসহায়, প্রায় ভূমিহীন, বিধবা বা স্বামী পরিত্যক্তা এবং যার ১৬ বছর বয়সের নীচে ২টি সমত্মান রয়েছে,তিনি ভাতা পাওয়ার ÿÿত্রে অগ্রাধিকার পাবেন।

 

কার্যক্রম

সেবা

সেবা গ্রহনকারী

স্বেচ্ছাসেবী সমাজ কল্যান সংন্থা সমূহনিবন্ধন ও সহায়তাঃ

 

 

 

 

স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ ও সংস্থা সমূহ নিবন্ধন ও তত্ত্বাবধান

স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ মূলক সংগঠনের প্রধান, ১৯৬১ সালের স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থাসমূহ (নিবন্ধন ও নিয়ন্ত্রন) অধ্যাদেশের ২(চ) ধারায় বর্নিত সেবামূরক কার্যক্রমে আগ্রহী সংস্থা/প্রতিষ্ঠান/সংগঠন/বেসরকারী এতিমখানা/ ক্লাব নিবন্ধন প্রাপ্ত সংগঠনের গঠনতন্ত্র বা সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন, সাধারন কার্যকরী পরিষদ অনুমোদন । মেয়াদামেত্ম নব-নির্বাচিত কার্যকরী পরিষদ অনুমোদন, নিবন্ধন প্রাপ্ত সংগঠনের কার্য এলাকা একাধিক জেলায় সম্প্রসারনের অনুমোদন নিবন্ধন প্রাপ্ত সংগঠনের বিরুদ্ধে অভিযোগ নিস্পত্তির ব্যবস্থা গ্রহণ, নিবন্ধন প্রাপ্ত সংগঠন সমূহের কার্যক্রম তদারকি ।

স্বেচ্চাসেবী সমাজ কল্যান মূলক কার্যক্রমে আগ্রহী সংগঠন, প্রতিষ্ঠান , ক্লাব, সংস্থা সমিতি ইত্যাদি ।

বেসরকারী এতিমখানায় ক্যাপিটেশন গ্রান্টপ্রদান

১৮ বছর বয়স পর্যমত্ম এতিম শিশুদের প্রতি পালন স্নেহ- ভালবাসা ও আদর-যত্নের সাথে লালন-পালন আনুষ্ঠানিক শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষন প্রদান শারীরিক বুদ্ধি বৃত্তিক ও মানবিক উৎকর্ষতাসাধন পূর্ণবাসন ও স্বনির্ভরতা অর্জনের লক্ষে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা ।

বেসরকারী এতিমখানা ৫-৯ বৎসর বয়সী এতিম অথাৎ পিতৃহীন বা   পিতা মাতৃহীন দরিদ্র শিশুর শতকরা ৫০ ভাগ শিশু।

 

 

সমাজ কল্যান পরিষদের মাধ্যমে নিবন্ধনপ্রাপ্ত সংস্থা সমূহের অনুদান প্রদানে সহায়তা

সমাজ সেবা অধিদপ্তর হতে ঘোষিত জাতীয় পর্যায় প্রতিষ্ঠান সমূহে অনুদান,

বার্ষিক ৫০হাজার হতে সর্বোচ্চ ২ লক্ষ টাকা অনুদান ,শহর সমাজ উন্নয়ন প্রকল্প সমন্বয় পরিষদে সবোচ্চ ১ লক্ষ টাকা অনুদান রোগী কল্যাণ সমিতি সমূহের জন্য ৫০হাজার হতে ২ লক্ষ টাকা অনুদান, নিবন্ধনপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের জন্য ৫হাজার হতে ২০হাজার টাকা সাধারণ অনুদান এবং আয়বর্ধক কর্মসূচীর জন্য সর্বোচ্চ ১লক্ষ টাকা অনুদান, প্রতিষ্ঠান/সংগঠন/সংস্থা/ দুস্থ ব্যাক্তিদের বিশেষ সর্বোচ্চ২৫হাজার টাকা অনুদান আসস্মিক দূর্ঘটনাবা প্রাকৃতিক দুর্যোগের জন্য  জন প্রতি সর্বোচ্চ ১ হাজার টাকা

 

সমাজ কল্যান পরিষদ থেকে নিম্ন লিখিত প্রতিষ্ঠান/ সংগঠনকে অনুদান প্রদান করা হয় । জাতীয় পর্যায়ের স্বেচ্চাসেবী সংগঠন , শহর সমাজ উন্নয়ন প্রকল্প সমন্বয় পরিষদ , বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান দরিদ্র/ ক্ষতিগ্রস্থ ব্যাক্তি নিবন্ধন প্রাপ্ত সাধারন সেচ্ছাসেবী সংগঠন ।